ঢাকা, বৃহস্পতিবার   ১৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কলারোয়ায় জাতীয় কন্যা শিশু দিবসে র‌্যালী 

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশিত : ২০:১৮, ৩০ সেপ্টেম্বর ২০২০

Ekushey Television Ltd.

সাতক্ষীরার কলারোয়ায় বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে কলারোয়ায় এ দিবসটি পালিত হয়েছে।

কন্যাশিশুদের প্রতি বৈষম্য দেখানো চলবে না, তাদের নির্যাতনের হাত থেকে রক্ষা করতে হবে।‘শিক্ষা-পুষ্টি নিশ্চিত করি, শিশু বিয়ে বন্ধ করি’এ প্রতিপাদ্য সামনে রেখে এবার কন্যাশিশু দিবস পালিত হয়েছে। 

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহানাজ নাজনীন খুকু। 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার শেখ ফারুক হোসেন, উপজেলা পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি