ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

মসজিদে বিস্ফোরণে নিহতের পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫১, ৩০ সেপ্টেম্বর ২০২০

নারায়ণগঞ্জ বাইতুস সালাম জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় নিহতের পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতিনিধিদল। আজ দুপুরে তল্লা এলাকায় ৩৭ পরিবার কে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ম্যানেজার আব্দুল বাতেন, এডমিন ম্যানেজার মেজর হাসিফ, একাডেমি ইনচার্জ মোহাম্মাদ আলী, সহকারি  ম্যানেজার, শহিদুল ইসলাম ও আকবর আলী।

গত ৪ সেপ্টেম্বর মসজিদে বিস্ফোরণে ৩৭ জন দগ্ধ হয়। তাদের মধ্যে ৩৪ জনের মৃত্যু হয়েছে। এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২ জন।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি