ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

মোংলায় মাস্ক পরিধান না করায় ৩২ জনকে জরিমানা

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ২১:২২, ৩০ সেপ্টেম্বর ২০২০

করোনা পরিস্থিতিতে ঘরের বাহিরে মাস্ক পরিধান বাধ্যতামূলক করতে বাগেরহাটের মোংলা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান অব্যাহত রয়েছে।

এর অংশ হিসেবে বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে শহরের চৌধুরীর মোড়, তাজমহল রোড, শেখ আ. হাই সড়ক ও তালুকদার আব্দুল খালেক সড়কসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩২ জনকে ৫‘শ টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার ভ্রাম্যমান আদালতের বিচারক হিসেবে এই আদেশ দেন।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী, মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী, ওসি (তদন্ত) তুহিন মন্ডল উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার বলেন, বর্তমান করোনা পরিস্থিতিতে সংক্রমন রোধে মাস্ক কার্যকর ভূমিকা পালন করে। তাই এই মহামারি থেকে বাঁচতে প্রত্যেকের মাস্ক পরিধান করা উচিত। মোংলা উপজেলায় সাধারণ মানুষকে মাস্ক পড়া বাধ্যতামূলক করতে আমরা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৩২ জনকে জরিমানা করা হয়েছে। এই অভিযান পরবর্তীতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
কেআই/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি