ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে বাগেরহাটে প্রচারণা

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ২৩:৫৫, ৩০ সেপ্টেম্বর ২০২০

Ekushey Television Ltd.

শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় শিশুদের পানিতে ডুবে মরা প্রতিরোধে সেপ্টেম্বর-অক্টোবর মাস ব্যাপী প্রচারণা কার্যক্রম শুরু হয়েছে। 

বুধবার বাগেরহাট জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় মাসব্যাপী প্রচার কার্যক্রমের অংশ হিসেবে বাগেরহাট জেলায় ফকিরহাট উপজেলার পিলজঙ্গ ইউনিয়নের কাটাখালি হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে জনগণকে শিশুদের পানিতে ডুবে মরা প্রতিরোধে সচেতনতামূলক মাইকিং করা হয়।
 
মাসব্যাপী জেলার পঁচাত্তরটি ইউনিয়ন ও তিনটি পৌরসভায় প্রচার কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি