ঢাকা, মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫

মেহেরপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ২ কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণ চলছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৩, ৮ মে ২০১৭ | আপডেট: ১২:৫৯, ৮ মে ২০১৭

মেহেরপুর পৌরসভা নির্বাচনে স্থগিত হওয়া ৭ নম্বর ওয়ার্ডের ১১ ও ১২ নম্বর কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণ চলছে।
ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগে গত ২৫ এপ্রিল মেহেরপুর পৌরসভার এই দুটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়। কেন্দ্র দুটিতে ভোটার রয়েছেন ৪ হাজার ৫শ’ ৬৩ জন। প্রতিদ্বন্ধিতা করছেন ৪ জন মেয়রসহ ২জন সংরক্ষিত ও ৯জন কাউন্সিলর প্রার্থী। ১৩টি কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগ প্রার্থী মাহফুজুর রহমান রিটন ৯হাজার ২শ’ ৯ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ¦ন্দী বিএনপি প্রার্থী জাহাঙ্গীর বিশ্বাস পেয়েছেন ৭ হাজার ৮শ’ ৪১ ভোট।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি