ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভিডিও দেখুন

আত্মসমর্পণকারী ১০১ ইয়াবা কারবারির বিরুদ্ধে মাদক মামলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৫, ১ অক্টোবর ২০২০

Ekushey Television Ltd.

কক্সবাজারের টেকনাফে আত্মসমর্পণকারী আলোচিত ১০১ জন ইয়াবা কারবারির বিরুদ্ধে মাদক মামলায় অভিযোগ গঠন করা হয়েছে।

বুধবার বিকেলে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে ইয়াবা কারবারীদের উপস্থিতিতে তাদের বিরুদ্ধে মাদক মামলায় অভিযোগ গঠন করা হয়। একই সাথে মামলায় তাদের জামিনের আবেদন করা হলে তাদের জামিন না মঞ্জুর করেন আদালত। 

সরকার পক্ষে পিপি এডভোকেট ফরিদুল আলম জানান, গত ২০১৯ সালের ১৬ ফেব্রুয়ারি টেকনাফের হাইস্কুল মাঠে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এবং তৎকালীন পুলিশের আইজি ড. জাবেদ পাটোয়ারীর উপস্থিতিতে ১০২ জন ইয়াবা কারবারি আত্মসমর্পণ করেছিলেন। তাদের মধ্যে কারাগারে একজনের মৃত্যু হয়। 

এর আগে অস্ত্র মামলার অভিযোগ গঠন কর হয়। ওই সময়ে ইয়াবাকারবারিদের কাছ থেকে সাড়ে ৩ লাখ ইয়াবা ও ৩৬টি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছিল। 


এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি