ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সুনামগঞ্জে চালের দুই ডিলারসহ আটক ৪

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৫:২৯, ১ অক্টোবর ২০২০

Ekushey Television Ltd.

সুনামগঞ্জের দোয়ারাবাজার ও তাহিরপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ৬৮ বস্তা চাল ও দুই ডিলারসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। 

আজ বৃহস্পতিবার ভোরে দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাও ইউনিয়নের শ্রীপুর বাজার ও তাহিরপুর উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনয়নের লামাগাও বাজার থেকে গোপন সংবাদের ভিত্তিতে খাদ্য বিভাগ ও পুলিশ খাদ্য বান্ধব কর্মসূচির চাল আটক করে। 

পুলিশ জানায়, ডিলার মাসুক আলমের দোকান থেকে হিসাব বহিঃর্ভূত ১৪ বস্তা,আফসননগর গ্রামের মফিজ আলীর বাড়ি থেকে ৪৪ বস্তা চাল উদ্ধার করে। অন্যদিকে তাহিরপুর উপজেলার লামাগাও বাজার থেকে ১০ বস্তা চাল উদ্ধার করে পুলিশ।  

আটককৃতদের বিরুদ্ধে দোয়ারাবাজার ও তাহিরপুর  থানায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজির আলম ও তাহিরপুর থানার এস আই জহরলাল দাস জানান, চাল উদ্ধার করার পর উপজেলা খাদ্য কর্মকর্তা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে।

এমবি//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি