ঢাকা, মঙ্গলবার   ০১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ছিনতাইসহ একাধিক মামলায় আ’লীগ নেতা গ্রেফতার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৩, ১ অক্টোবর ২০২০

Ekushey Television Ltd.

গাজীপুরের শ্রীপুরে ছিনতাইসহ একাধিক মামলায় তেলিহাটী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত ফকিরকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের একটি দল তার নিজ বাড়ি মুলাইদ থেকে তাকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা তাকে গ্রেফতারের পর শ্রীপুর থানায় রেখে যান। তাকে আজ বৃহষ্পতিবার বিভিন্ন মামলার ফরোয়ার্ডিং দিয়ে অদালতে পাঠানো হয়েছে।

গত ৯ আগস্ট মাওনা চৌরাস্তার নিকট ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কতিপয় যুবক মাইক্রোবাসের গতিরোধ করে একটি কারখানার উৎপাদিত ১৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে। ওই ঘটনায় শ্রীপুর থানায় মামলা দায়ের করা হয়।

ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের কাছ থেকে লুণ্ঠিত মালামাল এবং একটি মিনি পিকআপ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা তেলিহাটী ইউনিয়ন আওয়ামী লীগের ওই সাধারণ সম্পাদকের নির্দেশনায় ঘটনা ঘটিয়েছে বলে পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি