ঢাকা, সোমবার   ১০ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

আত্রাইয়ে বিদ্যুৎপৃষ্টে শিশুর মৃত্যু

নওগাঁ প্রতিনিধি: 

প্রকাশিত : ১৯:৫৮, ১ অক্টোবর ২০২০

Ekushey Television Ltd.

নওগাঁর আত্রাইয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে ইফতি জাহান নুসরাত নামে দুই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ইফতি জাহান নুসরাত উপজেলার বাঁকা গ্রামের ইদ্রিস আলীর মেয়ে। বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে উপজেলার মনিয়ারী ইউনিয়নের কয়ড়া গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে।

এ ব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশু নুসরাত বাবা মায়ের সাথে উপজেলার কয়ড়া গ্রামে তার নানি বাড়ি বেড়াতে আসে। 

বৃহস্পতিবার সকালে তার মা শিশু নুসরাতকে ঘরের মধ্যে রেখে বাহিরে কাজ করছিলো। এদিকে শিশুটি খেলাধুলার এক পর্যায়ে ঘরে থাকা সংযোগকৃত মাল্টিপ্লাগের ছিদ্রের ভিতরে আঙ্গুল দিলে সাথে সাথে শিশু নুসরাত বিদ্যুৎপৃষ্ট হয়ে মাটিতে ছিটকে পরে কান্না করতে থাকে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি