ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

টাঙ্গাইলে ট্রেন-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২১, ২ অক্টোবর ২০২০

টাঙ্গাইলে ট্রেন ও পিকআপ ভ্যানের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে করে উত্তরবঙ্গের সাথে রাজধানীর ট্রেন চলাচল প্রায় এ ঘণ্টা বন্ধ থাকলেও বর্তমানে তা স্বাভাবিক রয়েছে। আজ শুক্রবার সকালে কালিহাতী উপজেলার হাতিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় রেলস্টশনের সহকারী স্টেশন মাস্টার মনির আহমেদ জানান, ‘পাবনার ঈশ্বরদী হতে ঢাকাগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস আজ সকাল ৭টা ৫০ মিনিটের সময় কালিহাতী উপজেলার হাতিয়ায় ১১৩ নম্বর ব্রিজের পাশে একটি পিকআপ ভ্যানের সঙ্গে সংষর্ঘ হয়। এতে ট্রেনটি থেমে যায়। এ ঘটনায় পিকআপ ভ্যানের চালক নিহত হয়। পরে সকাল ৮টা ৫০ মিনিটে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।’

এদিকে পুলিশের বঙ্গবন্ধু সেতু স্টেশনের ট্রাফিক ইন্সপেক্টর ইফতেখার রোকন সাংবাদিকদের জানান, ‘সকালে ওই স্থানে প্রথমে একটি ট্রাক ও পিকভ্যানের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় দুর্ঘটনায় পিকআপ ভ্যানটি রেললাইনের উপর উঠে পড়লে সিরাজগঞ্জ এক্সপ্রেসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানের চালক নিহত হন। পরে দুর্ঘটনা কবলিত পিকআপ ভ্যানটি রেললাইনের ওপর থেকে সরিয়ে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় নিহত পিকআপ ভ্যান চালকের এখনও পরিচয় পাওয়া যায়নি।’
এআই/এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি