ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ট্রাক চাপায় মেডিকেল শিক্ষার্থী নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ১২:৪৭, ২ অক্টোবর ২০২০

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জে মীর আখতার কনস্ট্রাকশনের মালবাহী ড্রাম ট্রাক চাপায় আফতাব (২৫) নামে মেডিকেল কলেজের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত আরাফাত শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাশ করার পর ইন্টার্নি করছিলেন।

আজ শুক্রবার সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সদর উপজেলার সয়দাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক আলী জানান, ‘মোটরসাইকেলযোগে সিরাজগঞ্জের দিকে যাচ্ছিলেন আফতাব। তিনি সয়দাবাদ রোড ডিভাইডারের কাছে পৌঁছালে পেছন থেকে চারলেন মহাসড়ক নির্মাণকাজের মালামালবাহী মীর আখতারের ড্রাম ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে পুলিশ ট্রাকটি আটক করেছে।’ 

শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. নজরুল ইসলাম বলেন, ‘আফতাব কলেজ থেকে পড়াশোনা শেষ করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ইন্টার্নি করছিলেন।’
এআই/এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি