ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

কলারোয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৪৮, ২ অক্টোবর ২০২০ | আপডেট: ১৬:৪৯, ২ অক্টোবর ২০২০

সাতক্ষীরার কলারোয়ায় ২০পিস ইয়াবা ট্যাবলেটসহ মনির গাজী (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে উপজেলার চন্দনপুর ইউনিয়নের গয়ড়ার কামারপাড়া গ্রামের ফজের আলী গাজীর ছেলে। সে নিয়মিতভাবে ওই এলাকায় ফেনসিডিল ও ইয়াবা ট্যাবলেট বিক্রয় করে আসছে। 

এমন সংবাদের ভিত্তিতে থানার এসআই ইস্রাফিল ও এএসআই রাকিবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে শুক্রবার ভোররাতে তার বাড়ী থেকে গ্রেফতার করেন। 

এসময় তার দেহ তল্লাসী চালিয়ে ৬ হাজার টাকা মূল্যের ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এঘটনায় তার বিরুদ্ধে কলারোয়া থানায় একটি মামলা হয়েছে।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি