নলছিটিতে পারিবারিক আঙিনায় নারীদের পুষ্টি বাগান
প্রকাশিত : ১৮:১৩, ২ অক্টোবর ২০২০
ঝালকাঠির নলছিটিতে ৩২০ পারিবারের আঙিনায় পুষ্টি বাগান করছেন নারীরা। শরীরে পুষ্টির চাহিদা পূরণ নারীদের স্বাবলম্বী করার জন্য বাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগানের উদ্যোগ নিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
শুক্রবার সকালে উপজেলার ভৈবরপাশা ও মগড় ইউনিয়নের পাঁচটি এবং বৃহস্পতিবার সিদ্ধকাঠি ইউনিয়নের একটি পারিবারিক পুষ্টি বাগান পরিদর্শন করেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. নাসিরুজ্জামান। তিনি নারীদের পরিশ্রমে গড়ে তোলা পুষ্টি বাগান ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন।
নলছিটি উপজেলা কৃষি কর্মকর্তা ইসরাত জাহান মিলি জানান, বাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান করার জন্য নলছিটির ৩২০টি পরিবারকে সবজির বীজ ও নগদ টাকা দেওয়া হয়েছে। প্রতিটি বাগানে লাউ, শষা, কুমড়া, বরবটি, করলাসহ নানা ধরণের সবজি থাকবে। এতে বছরজুড়ে তারা পুষ্টির চাহিদা পূরণ করতে পারবে। পাশাপশি বিক্রি করে নিজেদের স্বাবলম্বি করতে পারবেন নারীরা।
উপজেলার প্রতাপ গ্রামের সায়মা বেগম বলেন, আমার বাড়ির উঠানে পাঁচটি বেডে বিভিন্ন ধরণের সবজির চাষ করেছি। কৃষি বিভাগ আমাকে সবজির বীজ ও নগদ টাকা দিয়েছে। পারিবারিক পুষ্টি বাগান নামে একটি প্রকল্পের আওতায় এটি করা হয়েছে। আমাদের পরিবারের চাহিদা মিটিয়ে বাগানে উৎপাদিত সবজি বাইরেও বিক্রি করা যাবে। এতে আমার পরিবারের পুষ্টি পূরণ হবে এবং আমি লাভবানও হবো।
কৃষি সচিবের সঙ্গে পারিবারিক পুষ্টি বাগান পরিদর্শন করেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী, বরিশাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. আফতাব উদ্দিন, ঝালকাঠি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. ফজলুল হক ও নলছিটি উপজেলা কৃষি কর্মকর্তা ইসরাত জাহান মিলি।
কেআই//
আরও পড়ুন