ঢাকা, মঙ্গলবার   ০৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিজয়নগরে ট্রাক চাপায় এনজিও কর্মী নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৪৮, ২ অক্টোবর ২০২০

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাক চাপায় এক এনজিওকর্মী নিহত হয়েছে। নিহতের নাম মো. শফিকুল ইসলাম (৩৫) । গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার রামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত শফিকুল ইসলাম উপজেলার বুধন্তি ইউনিয়নের কেনা গ্রামের জহিরুল ইসলামের ছেলে। নিহত শফিকুল ইসলাম জেলার নবীনগর উপজেলায় বেসরকারি সংস্থা 'আশা'য় কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় শফিকুল ইসলাম তার কর্মস্থল নবীনগর থেকে মোটর সাইকেলযোগে নিজ বাড়ি বুধন্তি ইউনিয়নের কেনা গ্রামে ফেরার পথে ঢাকা-সিলেট মহাসড়কের রামপুর এলাকায় পৌছলে সিলেট থেকে ঢাকাগামী একটি ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছি। ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। এঘটনায় থানায় কোন মামলা দায়ের করা হয়নি।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি