ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মেহেরপুরে `আন্তর্জাতিক অহিংস দিবস` পালিত

মেহেরপুর প্রতিনিধি 

প্রকাশিত : ২২:৫৫, ২ অক্টোবর ২০২০ | আপডেট: ২২:৫৭, ২ অক্টোবর ২০২০

Ekushey Television Ltd.

মেহেরপুরের গাংনীতে 'আন্তর্জাতিক অহিংস দিবস' পালিত হয়েছে। “সংঘাত নয় সম্প্রীতি” স্লোগানে গাংনীতে আন্তর্জাতিক অহিংসা দিবস উপলক্ষে পিএফজি আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। 

পিএফজি’র উপজেলা কমিটির সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে গাংনী বাসস্ট্যান্ডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে জেলা কিন্ডারগার্টেন স্কুল অ্যাসোসিয়েশনের সভাপতি সিরাজুল ইসলাম, পৌর প্যানেল মেয়র নবীরুদ্দীন, বাজার কমিটির সভাপতি মাহাবুবুর রহমান স্বপনসহ স্থানীয় বিভিন্ন সেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি