ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

মেহেরপুরে `আন্তর্জাতিক অহিংস দিবস` পালিত

মেহেরপুর প্রতিনিধি 

প্রকাশিত : ২২:৫৫, ২ অক্টোবর ২০২০ | আপডেট: ২২:৫৭, ২ অক্টোবর ২০২০

মেহেরপুরের গাংনীতে 'আন্তর্জাতিক অহিংস দিবস' পালিত হয়েছে। “সংঘাত নয় সম্প্রীতি” স্লোগানে গাংনীতে আন্তর্জাতিক অহিংসা দিবস উপলক্ষে পিএফজি আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। 

পিএফজি’র উপজেলা কমিটির সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে গাংনী বাসস্ট্যান্ডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে জেলা কিন্ডারগার্টেন স্কুল অ্যাসোসিয়েশনের সভাপতি সিরাজুল ইসলাম, পৌর প্যানেল মেয়র নবীরুদ্দীন, বাজার কমিটির সভাপতি মাহাবুবুর রহমান স্বপনসহ স্থানীয় বিভিন্ন সেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি