ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

বরগুনায় ইয়াবাসহ ১৩ মামলার আসামি গ্রেফতার 

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত : ০৯:০২, ৩ অক্টোবর ২০২০

বরগুনায় হত্যা ও মাদকসহ ১৩ মামলার আসামি মাদক ব্যবসায়ী ওমরসানি ওরফে সানিকে ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। এ সময় সানি নিজেকে ছাত্রলীগের কর্মী বলে নির্দোষ দাবি করেন।

বরগুনা সদর থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম খান জানান, ‘শুক্রবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টাউন হল মোড়ের একটি খাবারের হোটেল থেকে সানিকে গ্রেফতার করা হয়। এ সময় তার ব্যবহৃত যশোর-ল ১১-৭০২৩ মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক মামলা দায়ের করেছে।’

তিনি জানান, ‘সানির বিরুদ্ধে হত্যা, মাদকসহ ১৩টি মামলা রয়েছে। সে বরগুনা চরকলোনী এলাকার মৃত হাকিম কন্ট্রাকটরের ছেলে।’

এআই//


 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি