ঢাকা, মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪

অব্যাহত ধর্ষণের প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন

রাজবাড়ী প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:২৯, ৩ অক্টোবর ২০২০

দেশজুড়ে অব্যাহত ধর্ষণ, হত্যা, নির্যাতন ও নিপীড়নের প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। আজ শনিবার সকালে নির্যাতন ও নিপীড়নবিরোধী আন্দোলনের উদ্যোগে স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করা হয়। 

সংগঠনের আহ্বায়ক আসাদুজ্জামান চৌধুরী বাবলার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম স্বপন, মহিলা পরিষদের সদস্য আঞ্জুয়ারা বেগম, সাংবাদিক সৌমিত্র শীল চন্দন, কবি নেহাল আহমেদ, স্মৃতি ইসলাম, সাংবাদিক সুমন বিশ্বাস, সাংস্কৃতিক কর্মী সাদমান সাকিব রাফি, ছাত্র ইউনিয়নের নেতা আমিনুল ইসলাম বাবু, রিপন আহমেদ, সুহৃদ সমাবেশের সাংস্কৃতিক সম্পাদক ফারিয়া রোজা প্রমুখ। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সদস্য আহনাফ হাসান রবিন। বক্তারা দেশজুড়ে অব্যাহত ধর্ষণ, নির্যাতন ও হত্যার তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
 
এ সময় জেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা একাত্মতা প্রকাশ করে মানববন্ধনে অংশগ্রহণ করেন। 

এআই//


 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি