ঢাকা, মঙ্গলবার   ২১ জানুয়ারি ২০২৫

অব্যাহত ধর্ষণের প্রতিবাদে শরনখোলায় মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৬:২২, ৩ অক্টোবর ২০২০ | আপডেট: ১৬:২৫, ৩ অক্টোবর ২০২০

দেশে একের পর এক ধর্ষণসহ নারী নির্যাতনের প্রতিবাদে বাগেরহাটের শরনখোলায় মানববন্ধন হয়েছে। আজ শনিবার সকালে উপজেলা প্রেসক্লাবের সামনে মানুষ মানুষের জন্য নামে একটি সামাজিক সংগঠনের পক্ষ থেকে এ মানববন্ধনের আয়োজন করা হয়। 

ঘণ্টাব্যাপী এ মানবন্ধনে বক্তারা বলেন, ‘দেশের বিভিন্ন স্থানে নারী নির্যাতন ও গণধর্ষন বেড়েই চলেছে। পথেঘাটে নারীরা সামাজিকভাবে নিরাপত্তাহীন হয়ে পড়ছে। কভিড-১৯ এর ভেতরেও নরপশুরা হিংস্র হয়ে উঠেছে। দেশের বিভিন্ন স্থানে নারী নির্যাতন ও গণধর্ষনকারীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের উপনাট্য বিতর্ক বিষয়ক সম্পাদক মো. সাইফুল ইসলাম গাজী, মানুষ মানুষের জন্য সংগঠনের আহ্বায়ক মো. আব্দুল্লাহ আল নোমান, সদস্য মো. শফিকুল ইসলাম, মো. ইমন হোসেন, জান্নাতুল বুশরা, রাখি রানী হালদার, মো. ওবায়দুল ইসলাম, মো. জহিরুল ইসলামসহ অনেকে। 

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি