ভাঙ্গায় করোনা সচেনতা সৃষ্টির লক্ষ্যে মাস্ক বিতরণ ও র্যালী
প্রকাশিত : ১৯:৩১, ৩ অক্টোবর ২০২০
ফরিদপুরের ভাঙ্গায় বৈশ্বিক করোনা মহামারী সংক্রমণের ২য় ধাক্কা সামলানোর জন্য সবার মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এসএসসি-৯২ শিক্ষার্থীদের নিয়ে গঠিত ‘অংগীকার'-৯২’এর উদ্যোগে আলোচনা সভা, মাস্ক বিতরণ ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে এই উপলক্ষে ভাঙ্গা পাইলট উচ্চ বিদ্যালয়ের সেমিনার কক্ষে আলোচনা শেষে সচেতনতামূলক র্যালী ও মাস্ক বিতরণ করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন।
দুর্নীতি দমন কমিশন ঢাকা’র পিপি অ্যাডভোকেট আসাদুজ্জামান রানার সভাপতিত্বে প্রশাসনিক কর্মকর্তা আসাদুজ্জামান মোড়ল ও এস এম রেজাউল করিমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আল আমীন, ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. শফিকুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মহসিন উদ্দিন ফকির, আওয়ামী লীগ নেতা ফাইজুর রহমানসহ অন্যান্যরা।
কেআই//
আরও পড়ুন