ঢাকা, সোমবার   ০৬ জানুয়ারি ২০২৫

বিয়ের অনুষ্ঠানে গিয়ে নদীতে ডুবে জামাইয়ের মৃত্যু 

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ২০:১৬, ৩ অক্টোবর ২০২০

নাটোরের বড়াইগ্রামে খলিশাডাঙ্গা নদীতে ডুবে জীবন হোসেন (২৩) নামে এক জামাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার নগর ইউনিয়নের ধানাইদহ এলাকায় এ ঘটনা ঘটে। 

মৃত জীবন ঈশ্বরদী উপজেলার পাকশি নতুন বাজার এলাকার সেন্টু মিয়ার ছেলে এবং ধানাইদহ গ্রামের মোক্তার হোসেনের ভাসতি জামাই।

নগর ইউপি চেয়ারম্যান পরিবারের বরাত দিয়ে জানান, মাত্র তিন মাস আগে বিয়ে করেন জীবন হোসেন। একটি বিয়ে অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার ফুফা শ্বশুর মোক্তারের বাড়িতে আসেন। 

শনিবার দুপুরে বাড়ি সংলগ্ন খলিশাডাঙ্গা নদীতে গোসল করতে গিয়ে অজ্ঞাত কারণে তলিয়ে যায়। খবর পেয়ে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় দুই ঘন্টার চেষ্টায় নদী থেকে লাশ উদ্ধার করে। 

বনপাড়া ফায়ার সার্ভিসের ইনচার্জ আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,ধারণা করা হচ্ছে জীবন নদীতে নেমে ষ্ট্রোক করে মারা গেছেন। এরপর সে তলিয়ে যায়।   
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি