ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নলডাঙ্গায় বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ 

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ২২:৫৯, ৩ অক্টোবর ২০২০

নাটোরের নলডাঙ্গায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার পিপরুল,মাধনগর ও পৌরসভা এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত ৭০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। 

নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল এর উদ্যোগে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল ইসলাম,নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন,নাটোর পৌর মেয়র উমা চৌধরী জলি,জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দীলিপ কুমার দাস,উপ-দপ্তর সম্পাদক আকরামুল ইসলাম,নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস শুকুর,সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মুকু,পৌর আওয়ামী লীগের সভাপতি শরিফুল ইসলাম পিয়াস,সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির প্রমুখ।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি