ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

অবৈধ ড্রেজারে চলছে বালু উত্তোলন, হুমকিতে কৃষি জমি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১২:৩৯, ৪ অক্টোবর ২০২০

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বিলকেন্দুয়াই গ্রামে ড্রেজার মালিক ও বালু ব্যবসায়ীদের স্বেচ্ছাচারিতায় হুমকির মুখে পড়েছে বিপুল সংখ্যক কৃষি জমি। সরকারি খালসহ কৃষি জমিঘেঁষা খালের পাড় থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে গভীর করে বালু ও মাটি উত্তোলন করায় পাড় ভেঙ্গে কৃষি জমিগুলো এখন ভাঙ্গনের মুখে। 

এতে করে জমি নিয়ে শঙ্কায় দিন কাটছে অনেক কৃষকের। ইতিমধ্যে বালু উত্তোলন বন্ধসহ কৃষি জমি রক্ষায় জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছে ভুক্তভোগীরা। 

এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, ‘নাওঘাট এলাকার প্রভাবশালী শামীম মিয়া, মোশারফ মিয়া ও বিলকেন্দুয়াই গ্রামের কামাল মিয়া গত ৩ বছর ধরে উপজেলার বিলকেন্দুয়াই, খাকচাইল ও নাওঘাট মৌজার খালের উপর অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে খালের পাশে থাকা ইরি-বোরো জমির আইলঘেঁষে বালু উত্তোলন করছে। এতে করে বিলকেন্দুয়াইয়ের ১০টি ও খাকচাইলের ৪টি এবং নাওঘাট মৌজার ৭০ শতাংশ কৃষি জমিসহ প্রায় ২০ কানি কৃষি জমি হুমকির মুখে পড়েছে।’

কৃষকরা আরও জানান, ‘বেশ কয়েকবার অভিযুক্তদের এ কাজে বাধা দেয়া হলেও তারা উল্টো কৃষি জমির মালিকদের ভয়ভীতি দেখিয়ে আসছে। কৃষি জমি রক্ষায় সংশ্লিষ্টদের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি আমরা।’

এ বিষয়ে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া জানান, ‘এ ধরণের কাজের সাথে সম্পৃক্তদের ছাড় দেয়া হবে না। দ্রুতই অভিযান চালিয়ে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
এআই/এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি