ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ভান্ডারিয়ায় দুই অসহায়ের মাঝে অটো রিকশা বিতরণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৫, ৪ অক্টোবর ২০২০

পিরোজপুরের ভান্ডারিয়ায় দুটি দরিদ্র পরিবারের দুই জন অসহায়ের মাঝে দুটি ব্যাটারী চালিত অটো রিকশা বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম। 

আজ রোববার সকালে উপজেলা পরিষদ চত্বরে মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সৌজন্যে অটো রিকশা দুটি হস্তান্তর করেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মিরাজুল ইসলাম। 

এসময় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এহসাম হাওলাদারসহ স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  

এছাড়াও এ ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিদিন অন্তত বিশটি পরিবারের মাঝে চিকিৎসার ব্যবস্থাপত্র অনুযায়ী বিনামূল্যে ঔষধ সরবরাহ করা হয়। প্রতিষ্ঠানটি মূলত এলাকার অসহায়দের সেবায় নিয়োজিত থাকে। চলমান করোনার সময়ে প্রতিষ্ঠানটির দুটি অ্যাম্ব্যুলেন্স সর্বসাধারণের সুবিধার্থে বিনামূল্যে রোগী পরিবহন করে থাকে।

মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম জানান, এই ধরণের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি