ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

অবৈধ অনুপ্রবেশ: শার্শা সীমান্তে আটক ৫

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত : ২০:৪৯, ৪ অক্টোবর ২০২০ | আপডেট: ২০:৫৫, ৪ অক্টোবর ২০২০

যশোরের শার্শা সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে প্রবেশের সময় ৫ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। রোববার (৪ অক্টোবর) সকালে শার্শার অগ্রভূলাট সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- মোস্তফা কামাল, সালাম, খায়রুল ইসলাম, জনি হাওলাদার ও ফারুক হোসেন। তাদের বাড়ি দেশের বিভিন্ন অঞ্চলে। 

অগ্রভূলাট বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার মোফাজ্জল হোসেন জানান, সীমান্তের অবৈধ পথে ভারতে প্রবেশের গোপন খবরে সীমান্তের মেইন পিলার ১৭/৭ এস এর কাছ থেকে ৫ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

আরকে//এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি