ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁওয়ে দখলের উদ্দেশ্যে বাড়ি ভাংচুরের অভিযোগ

ঠাকুরগাঁও প্রতিনিধি 

প্রকাশিত : ২২:০৭, ৪ অক্টোবর ২০২০

Ekushey Television Ltd.

জেলা শহরের কালিবাড়িতে এক পরিবারের বাড়ি দোকানের জায়গা দখল করতে ভবনের দেওয়াল ভাংচুরের অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক লীগের এক নেতার বিরুদ্ধে। 

বিষয়টি নিয়ে উত্তেজনা বিরাজ করার খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ঘটনায় উভয়পক্ষ অভিযোগ ও পাল্টা অভিযোগ করলে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) এ কে এম আতিকুর রহমান।

অভিযোগকারী শহরের কালিবাড়ির বাসিন্দা আনসারুল ইসলাম জানান, তার বাবা নজরুল ইসলামের খরিদসূত্রে ১৯৫৭ সাল থেকে তারা ওই জমির ভোগ দখলকারী হিসেবে বাড়ি ও দোকানঘর নির্মাণ করে বসবাস করে আসছেন। পার্শবর্তী খাসজমির ভোগ দখলকারী সিরাজ উদ্দিনের ছেলেরা রবিবার বিকেলে আকস্মিকভাবে লোকজননিয়ে তাদের একটি দোকানের প্রাচীর ভেঙ্গে সীমানায় ঢুকে পড়ে ইটের দেয়াল ভাঙতে থাকে এবং তাদেরকে বাঁধা দিতে গেলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। 

অভিযোগ অস্বীকার করে অভিযুক্তদের পক্ষে পাল্টা অভিযোগ করেন স্বেচ্ছাসেবক লীগ নেতার ভাই মিনহাজ। বিষয়টি নিয়ে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। 

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি