ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক ও অটো রিকশা মুখোমুখি: নিহত ১

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

প্রকাশিত : ১৭:০৩, ৫ অক্টোবর ২০২০

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক ও ব্যাটারিচালিত অটো রিকশার মুখোমুখি সংঘর্ষে আরিফ (২৭) নামের এক যুবক নিহত হয়েছে। রবিবার রাতে পৌর শহরের শিমরাইকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আরিফ শিমরাইকান্দি এলাকার আজাদুর রহমানের ছেলে। সে ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে মার্কেটিং অফিসার পদে কর্মরত ছিল। স্থানীয় সূত্রে জানা যায়, শিমরাইল কান্দি এলাকার চাষী ভবনের সামনে ট্রাকের সাথে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে আরিফ গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। 

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুর রহিম জানান, পুলিশ ট্রাকসহ ট্রাকচালককে আটক করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি