ঢাকা, শনিবার   ২৯ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে যুবকের গলাকাটা লাশ উদ্ধার 

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৪১, ৫ অক্টোবর ২০২০

Ekushey Television Ltd.

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে মো: ইয়াছিন (২৭) নামের রোহিঙ্গা যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত মৃতদেহটি ওই ক্যাম্পের মোহাম্মদ নাসিমের ছেলে।

সোমবার (৫ অক্টোবর) বিকেল সাড়ে চারটার দিকে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ডি-৪/২ওয়েস্ট ব্লক থেকে এ মৃতদেহটি উদ্ধার করা হয়।

উখিয়া থানার ওসি (তদন্ত) গাজী সালাহউদ্দিন সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল নিজ বাড়ি থেকে ইয়াসিনের মৃতদেহটি উদ্ধার করা হয়। মৃতদেহটির ঘাড়ে ধারালো দায়ের কুপের চিহ্ন রয়েছে। পুলিশ ঘটনার রহস্য উদ্ঘাটনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ধারণা করা হচ্ছে, রোহিঙ্গাদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘটিত ঘটনার জের ধরে তাকে হত্যা করা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর জন্য প্রস্তুতি নেয়া হচ্ছে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি