ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

কাশবনে তরুণীকে যৌন নিপীড়ন : আত্মসমর্পণ সেই রহিমের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১২:৩০, ৬ অক্টোবর ২০২০

ব্রাহ্মণবাড়িয়ায় কাশবনে ঘুরতে যাওয়া এক তরুণীকে যৌন নিপীড়নের ঘটনায় মূল অভিযুক্ত রহিম আদালতে আত্মসমর্পণ করেছেন। সোমবার (৫ অক্টোবর) জেলা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে আত্মসমর্পণ করেন তিনি। পরে বিচারক সরোয়ার আলম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ব্রাহ্মণবাড়িয়া আদালত পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিদারুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। 

রহিম জেলা শহরের ছয়বাড়িয়া এলাকার ধন মিয়ার ছেলে। যৌন নিপীড়নের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর তিনি গা ঢাকা দেন। তাকে গ্রেফতারে একাধিকবার অভিযান চালায় সদর মডেল থানা পুলিশ।

এর আগে তরুণীকে যৌন নিপীড়নের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত ২৭ সেপ্টেম্বর রহিমের বন্ধু জুনায়েদকে আটক করে পুলিশ। পরে পুলিশের করা ডিজিটাল নিরাপত্তা ও পর্নোগ্রাফি আইনের মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। বর্তমানে জুনায়েদ কারাগারে।

উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর ‘আমরাই ব্রাহ্মণবাড়িয়া’ নামে একটি সংগঠনের ফেসবুক পেজে শহরের পুনিয়াউট এলাকার কাশবনে ঘুরতে যাওয়া এক তরুণীকে যৌন নিপীড়নের ভিডিও পোষ্ট করা হয়। মুহূর্তেই সেই ভিডিও ভাইরাল হয়ে পড়ে।
এআই/এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি