ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

রাজশাহীতে পুকুরে ডুবে খালা-ভাগ্নির মৃত্যু

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৩২, ৬ অক্টোবর ২০২০

রাজশাহীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শিশুদুটি সম্পর্কে একে অপরের খালা-ভাগ্নি। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে দমকল কর্মীরা কাটাখালী থানার বেলঘড়িয়া দেওয়ানপাড়া গ্রামের একটি পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করে। 

মৃত দুই শিশুর নাম আরমিন আক্তার শেলী (১৩) ও তার ভাগ্নি জিসা (৮)। এদের মধ্যে শেলীর বাবার নাম আনিছুর রহমান এবং জিসার বাবার নাম জিয়ারুল ইসলাম। তাদের বাড়ি বেলঘরিয়া বাখরাবাদ দক্ষিণপাড়া গ্রামে। জিসা বেলঘরিয়া প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় ও শেলী বেলঘড়িয়া আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

এ বিষয়ে কাটাখালী থানার ওসি জিল্লুর রহমান জানান, ‘বেলা ১১টার দিকে বাড়ি থেকে বের হয়ে ইউসুফপুর দেওয়ানপাড়া ছোট পুকুরে গোসল করতে যায় তারা। পুকুরে নেমে প্রথমে জিসা তলিয়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে শেলীও ডুবে যায়। বেশ কিছুক্ষণ তাদের দেখতে না পেয়ে স্থানীয়রা পুকুরে খোঁজাখুঁজি শুরু করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে এক ঘণ্টা পর তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।’

এআই/এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি