ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

দুর্বৃত্তদের হামলায় মৃত্যুশয্যায় যুবক, বিচার দাবিতে মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৪৮, ৬ অক্টোবর ২০২০

বাগেরহাটের মোরেলগঞ্জে ডাকাতির প্রতিবাদ ও মামলা করার সন্দেহে থানা থেকে ফেরার পথে মো. জিয়া বক্স নামের এক যুবককে কুপিয়ে জখম ও পিটিয়ে হাত-পা ভেঙ্গে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

আজ মঙ্গলবার সকালে উপজেলার চিংড়াখালী বাজারে অনুষ্ঠিত এ মানববন্ধনে কয়েকশ মানুষ অংশ নেয়। স্থানীয় জনপ্রতিনিধিরাও অংশ নিয়ে দ্রুত অপরাধীদের আটক করে বিচারের আওতায় আনার দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন, চিংড়াখালী ইউনিয়ন পরিষদের সদস্য মো. সোহেল খান, সংরক্ষিত নারী ইউপি সদস্য জাহানারা বেগম, সাবেক ইউপি সদস্র আলম তাজ বেগম, আওয়ামী লীগ নেতা আব্দুল মালেক হাওলাদার, আহত জিয়া বক্সের বাবা মো. মোশারেফ বক্স, ভাই কামরুল ইসলাম, জিয়ার মা, বোনসহ স্থানীয় অনেকে।

বক্তারা বলেন, ‘সম্প্রতি হাওয়া বেগমের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। গত ২৯ সেপ্টেম্বর মামলা করার জন্য হাওয়া বেগমের সঙ্গে মোরেলেগঞ্জ থানায় যায় দিনমজুর জিয়া বক্স। এতে ক্ষিপ্ত হয়ে ওইদিন রাত সাড়ে ৮টার দিকে সালাম শিকদারের নির্দেশে রুমান শিকদার, সুমন শিকদার, রিপন বক্স, রাসেল হাওলাদার, বাবুল হাওলাদার, মনির খানসহ কয়েকজন জিয়ার উপর হামলা করে। এ সময় জিয়ার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে এবং পিটিয়ে হাত-পা ভেঙ্গে দেয়।’

তারা বলেন, ‘জিয়াকে উদ্ধার করে প্রথমে বাগেরহাট সদর হাসপাতাল, পরবর্তীতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। জিয়া এখন মৃত্যু যন্ত্রণায় কাতর। এ ঘটনায় জিয়ার ভাই কামরুল ইসলাম বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে মোরেলগঞ্জ থানায় মামলা দায়ের করলেও পুলিশ কাউকে আটক করেনি।’

এ ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী নিরাপত্তাহীনতায় ভুগছে। এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার স্বার্থে অতিদ্র্রুত হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।

ভুক্তভোগী হাওয়া বেগম বলেন, ‘আমার বাড়িতে ডাকাতি করতে আসে ১০-১২ জন ডাকাত। এদের মধ্যে আমি দুইজনকে চিনে ফেলি। আমার ভাইপো জিয়া বক্সকে নিয়ে থানায় মামলা করতে গেলে থানা পুলিশ আমার লিখিত অভিযোগ রেখে দেয়। আমরা রাতে বাড়ি ফেরার পথে জিয়ার উপর হামলা করে ডাকাতরা।’

আমাকে সহযোগিতা করাই কাল হলো জিয়ার, এই বলে কান্নায় ভেঙ্গে পড়েন হাওয়া বেগম।

আহত জিয়া বক্সের বাবা মো. মোশারেফ বক্স বলেন, ‘আমার ছেলেকে যারা কুপিয়ে আহত করেছে তারা এখনও এলাকায় ঘুরে বেড়াচ্ছে। আমাদের হুমকি-ধমকি দিচ্ছে। আমার ছেলে এখন মৃত্যু শয্যায়। আমি হামলাকারীদের বিচার চাই।’

এআই/এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি