ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় বাস উল্টে ২ নারী শ্রমিক নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৭, ১০ মে ২০১৭ | আপডেট: ১০:১৪, ১০ মে ২০১৭

যশোরের অভয়নগরে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় বাস উল্টে ২ নারী শ্রমিক নিহত হয়েছে। আহত হয়েছে অর্ধশত শ্রমিক। মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে উপজেলার তালতলা রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই নারী শ্রমিক হলেন, মণিরামপুরের কদবানু ও নূরজাহান। প্রত্যক্ষদর্শীরা জানায়, কাজ শেষে আকিজ জুট মিলের শ্রমিকরা বাসে বাড়ি ফিরছিলেন। পৌনে ১১টার দিকে বাসটি নওয়াপাড়া তালতলা রেলক্রসিংয়ে পৌঁছায়। এসময় একটি ইঞ্জিন খুলনার দিকে যাচ্ছিল। বাসটি রেললাইনের ওপর উঠলে ইঞ্জিনের ধাক্কায় ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই নিহত হন ২ নারী। আহত হন অর্ধশত শ্রমিক। আহতদের অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি