ঢাকা, বুধবার   ০৫ ফেব্রুয়ারি ২০২৫

ছাগলনাইয়ায় দুই শিশু বলাৎকার, গ্রেপ্তার ১

ফেনী প্রতিনিধি

প্রকাশিত : ১৯:২৩, ৬ অক্টোবর ২০২০

ফেনীর ছাগলনাইয়াতে দুই শিশু বলাৎকারকারী আবু নাছেরকে (২৬) গ্রেপ্তার করে মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

এর আগে গত ৫ অক্টোবর রাতে মামলার আসামি আবু নাছেরকে গোপন সংবাদের ভিত্তিতে ছাগলনাইয়া থানা এলাকা হতে গ্রেফতার করা হয়।

ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মেজবাহ উদ্দিন আহমেদ জানান, পুলিশ পরিদর্শক (তদন্ত)  মোঃ মাহবুবুর রহমান (পিপিএম) গোপন সংবাদের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করেন। সে একজন কোরআনের হাফেজ এবং নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউপির দক্ষিণ লতিফপুর রমিজ উদ্দিন হাজী বাড়ীর মোঃ ওবায়দুল হকের ছেলে। 

জানা যায়, হাফেজ আবু নাছের দুই শিশুকে তাদের ইচ্ছার বিরুদ্ধে বলাৎকার করে। এ ঘটনায় ওই শিশুদের অভিভাবক ছাগলনাইয়া থানায় মামলা দিলে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানান।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি