ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

বাউফলে চাঞ্চল্যকর জোড়া খুন, চেয়ারম্যান কারাগারে

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত : ২১:৪২, ৬ অক্টোবর ২০২০

পটুয়াখালীর বাউফলে চাঞ্চল্যকর জোড়া খুনের মামলায় প্রধান আসামি উপজেলার কেশবপুর ইউপির চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন লাভলুকে কারাগারে পঠানো হয়েছে। 

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে পটুয়াখালীর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জামাল হোসেনের আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত তার জামিন নামঞ্জুর করেন। 

এর আগে গত ২৫ আগস্ট তিনি ওই জোড়া খুনের মামলায় উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের অন্তবর্তীকালীন জামিনে ছিলেন।

উল্লেখ, গত ২ আগস্ট সন্ধ্যায় কেশবপুর বাজারে আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন লাভলুর অনুসারীদের হাতে নির্মম খুন হয় প্রতিপক্ষ গ্রুপের ওই ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি রুমন তালুকদার ও তার চাচাতো ভাই ইশাত তালুকদার।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি