ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

লালপুরে লিচুর বাগানে অজ্ঞাত মহিলার লাশ

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৩:০৭, ৭ অক্টোবর ২০২০

Ekushey Television Ltd.

নাটোরের লালপুরে লিচুর বাগান থেকে অজ্ঞাত (৩৫) এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ।

লালপুর থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, (৭ অক্টোবর) বুধবার সকালে লালপুর উপজেলার এবি ইউনিয়নে পাটিকাবাড়ী গ্রামের ডহরশৈলা দাখিল মাদ্রসা পশ্চিমপাড়া রাস্তার পার্শ্বে লিচুর বাগানে অজ্ঞাত মহিলার লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ সেখানে গিয়ে লাশ উদ্ধার করে। 

এ বি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সাত্তার জানান, ঘটনাটি সত্য তাবে এখন পর্যন্ত মহিলার কোন পরিচয় পাওয়া যায়নি।                          

এ ব্যাপারে  লালপুর থানার ওসি সেলিম রেজা জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। তার পরিচয় এখনও পাওয়া যায়নি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।  

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি