ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নলছিটিতে চার হাজার মাস্ক বিতরণ

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৫২, ৭ অক্টোবর ২০২০

ঝালকাঠির নলছিটিতে এক আওয়ামী লীগ নেতার ব্যক্তিগত উদ্যোগে চার হাজার মাস্ক বিতরণ করা হয়েছে। আজ বুধবার সকালে নলছিটি পৌর আওয়ামী লীগের সহসভাপতি ইঞ্জিনিয়ার মাসুম হোসেন এ মাস্ক বিতরণ করেন। 

সকালে শহরের বাসস্ট্যান্ড এলাকায় পথচারীদের মুখে মাস্ক পরিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. সাখাওয়াত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি খন্দকার মজিবুর রহমান, তাজুল ইসলাম দুলাল চৌধুরী ও পৌর আওয়ামী লীগের সহসভাপতি ইঞ্জিনিয়ার মাসুম হোসেন উপস্থিত ছিলেন। 

দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি পুরো শহর ঘুরে বিভিন্ন অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করেন। পাশাপাশি করোনাকালে মানুষকে সচেতন করতে সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরেন।

ইঞ্জিনিয়ার মাসুম হোসেন বলেন, মানুষের মাঝে আমি ১০ হাজার মাস্ক বিতরণ করবো। প্রথম দিনে আজ চার হাজার মানুষের মধ্যে মাস্ক বিতরণ করেছি। বাকীগুলোও দ্রুত বিতরণ করা হবে।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি