ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

সুবর্ণচরে গৃহবধূর খন্ডিত মরদেহ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৫৫, ৭ অক্টোবর ২০২০ | আপডেট: ১৯:৫৯, ৭ অক্টোবর ২০২০

নোয়াখালীর সুবর্ণচরে এক গৃহবধূর খন্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৭ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার চরজব্বার ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর জাহাজমারা গ্রামের প্রভিটা ফিডের পেছনের একটি ধান ক্ষেত থেকে ওই নারীর মরদেহ দুটি টুকরো উদ্ধার করে চরজব্বার থানা পুলিশ।

নিহত গৃহবধূ নুর জাহান বেগম (৪৩) উপজেলার চরজব্বার ইউনিয়নের ১নং ওয়ার্ডের মৃত আব্দুল বারেকের স্ত্রী।

চরজব্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহেদ উদ্দিন জানান, মরদেহের দুটি টুকরো উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত টুকরো অংশের মধ্যে রয়েছে- মাথা আর কোমরের অংশ। তবে বুক আর পায়ের অংশ এখনো নিখোঁজ রয়েছে।

নিহতের ছেলে হুমায়ুন কবির (২৮) জানান, বুধবার ভোর থেকে তার মা নিখোঁজ ছিল। পরে স্থানীয় এক নারী বিকেলের দিকে ধান ক্ষেতের আলে শামুক খুঁজতে এসে টুকরো টুকরো মরদেহ দেখতে পায়। পরে বিষয়টি জানাজানি হলে আমি মরদেহের পাশে শামুকের ব্যাগ দেখে শনাক্ত করি এটি আমার মায়ের মরদেহ।

ওসি সাহেদ উদ্দিন চৌধুরী আরো জানান, ঘটনাস্থল থেকে মরদেহের টুকরো দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। 

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি