ঢাকা, শনিবার   ২৯ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

গাজীপুরে ধর্ষণচেষ্টার অভিযোগে প্রকৌশলী আটক

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ২২:৩৩, ৭ অক্টোবর ২০২০

Ekushey Television Ltd.

গাজীপুরের শ্রীপুরে এক শিশু গৃহকর্মীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আনোয়ারুল ইসলাম সজীব নামে এক প্রকৌশলীকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। 

বুধবার (৭ অক্টোবর) দুপুরে শ্রীপুরের কেওয়া পশ্চিমখন্ডস্থ নিজ বাড়ি থেকে অভিযুক্তকে আটক করা হয়। সজীব স্থানীয় এক সিরামিকস কারখানায় প্রকৌশলী হিসেবে কর্মরত। 

পুলিশ জানায়, গত মঙ্গলবার (৬ অক্টোবর) বিকালে প্রকৌশলী সজীবের বাড়িতে ওই শিশু গৃহকর্মী রান্নার কাজ করছিল। রান্না শেষে বাড়িতে ফিরতে চাইলে তাকে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায় অভিযুক্ত। 

পরবর্তীতে এ ঘটনা জানাজানি হলে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ অভিযুক্তকে আটক করে নিয়ে যায়। তবে এখনো এই ঘটনায় কোনো মামলা হয়নি বলে জানিয়েছে শ্রীপুর থানা পুলিশ।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি