ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

গাজীপুর থেকে টঙ্গী হয়ে আশুলিয়া পর্যন্ত বিআরটিসি চালু 

গাজীপুর প্রতিনিধি 

প্রকাশিত : ২৩:২৪, ৭ অক্টোবর ২০২০

সাভারে গাজীপুর থেকে টঙ্গী হয়ে আশুলিয়া পর্যন্ত বিআরটিসি দ্বিতল বাস সার্ভিস চালু হয়েছে। বুধবার বিকেলে সাভারের গেন্ডা এলাকায় সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব উপস্থিত থেকে এর উদ্বোধন করেন।

আয়োজকরা জানান, সাভার ও গাজীপুরের যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসি বাস সার্ভিস চালু করা  হয়েছে। এতে করে উক্ত অঞ্চলের যাত্রীসাধারণ খুব সহজে তাদের গন্তব্য পৌঁছাতে পারবে। সেইসাথে সরকার নির্ধারিত ন্যায্য ভাড়া নির্ধারিত থাকবে বলেও জানিয়েছেন এর কর্তাব্যক্তিরা। প্রাথমিকভাবে ১০ টি বাস সার্ভিস চালু করা হলেও পর্যায়ক্রমে মোট ২০ টি বাস এই রুটে নিয়মিতভাবে চলাচল করবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল আলম সমর, পাথালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পারভেজ দেওয়ান বিআরটিসি বাস সার্ভিসের অপারেশন ম্যানেজার প্রকৌশলী নিহার রঞ্জন মজুমদার, বিআরটিসি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, গাজীপুর চৌরাস্তা টু সাভার এর বিআরটিসি পরিচালক আব্দুল মান্নান ফিরোজ সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি