ঢাকা, বুধবার   ০৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জে বাবুর্চিকে শ্বাসরোধে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ১৪:৩২, ৮ অক্টোবর ২০২০

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জের বন্দরে শাহীন মাতব্বর নামে এক বাবুর্চিকে শ্বাসরোধে হত্যা করেছে ছিনতাইকারীরা। বুধবার (৬ অক্টোবর) রাতে তালতলা লক্ষণখোলা এলাকায় এ ঘটনা ঘটে। শাহীন পিরোজপুর জেলার বালিপাড়া গ্রামের মৃত সুলতান মাতব্বরের ছেলে।

নিহতের মামাতো ভাই সোহাগ জানায়, ‘বুধবার রাতে সোনারগাঁয়ের মেঘনা বসুন্ধরা ফ্যাক্টরি থেকে ফুপাতো ভাইয়ের বাসায় যান শাহীন। সেখান থেকে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীদের কবলে পড়ে। এ সময় ছিনতাইকারীরা তাকে রশ্মি দিয়ে শ্বাসরোধে আহত করে মোটরসাইকেল, মোবাইল ও টাকা লুট করে পালিয়ে যায়। আহতাবস্থায় তাকে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থা সকালে মারা যান তিনি।’

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘এ ঘটনায় মামলা হয়েছে।  আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।’

এআই/এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি