বাল্যবিয়ে পড়ানোর দায়ে কাজীর জেল, বাবার জরিমানা
প্রকাশিত : ১৬:০৩, ৮ অক্টোবর ২০২০
নাটোরের গুরুদাসপুরে বাল্যবিয়ে পড়ানোর অভিযোগে আনোয়ার পারভেজ এনামুল নামে এক কাজীকে ছয় মাসের কারাদণ্ড এবং কনের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৭ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার পৌর শহরের গাড়িষাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু রাসেল ওই আদালত পরিচালনা করেন।
জানা যায়, গোপনে পৌর শহরের গারিষাপাড়ায় সুরুজ আলীর মেয়ে জাকিয়া সুলতানার (১৫) বৌভাত অনুষ্ঠান চলছিল। খবর পেয়ে সেখানে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মেয়ের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা এবং পৌরসভার কাজী আনোরয়ার পারভেজকে ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন। পরে মেয়ের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত ঘর সংসার করবে না মর্মে মুচলেকা নেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু রাসেল জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে সুরুজ আলীর বাড়িতে অভিযান চালনো হয়। সেখানে গিয়ে জানা যায় দেড় মাস আগে তার ১৫ বছরের মেয়েকে বিয়ে দিয়েছেন। বুধবার বৌভাতের অনুষ্ঠান শেষে মেয়েকে শশুড় বাড়ি থেকে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছিল। এ সময় অভিযান চালিয়ে বিয়ে পড়ানো এবং বিয়ে দেয়ার অভিযোগে কাজী ও কনের বাবাকে দণ্ড দেয়া হয়।’
জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এআই//এমবি
আরও পড়ুন