ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

হাসপাতালে গৃহবধূর লাশ ফেলে পালালো স্বামীর পরিবার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৫৫, ৮ অক্টোবর ২০২০

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা সদর হাসপাতালে সাথী আক্তার (২৮) নামের এক গৃহবধূর মরদেহ ফেলে পালিয়েছে স্বামীর বাড়ির লোকজন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে নিহতের বাবার বাড়ির লোকজন এসে মরেদহটি উদ্ধার করে। নিহত সাথী জেলার সদর উপজেলার চিনাইর খেওয়াই গ্রামের প্রবাসী শাহীন মিয়ার স্ত্রী।

নিহতের পরিবার অভিযোগ করে বলেন, পারিবারিক কলহের জের ধরে শ্বশুর বাড়ির লোকজন সাথীকে নির্যাতন করে আসছিল। বুধবার (৭ অক্টোবর) রাতে স্বামীর বাড়ির লোকজন জানায়- গৃহবধূ সাথী স্ট্রোক করেছে। পরবর্তীতে স্বামীর বাড়ির লোকজনরে সঙ্গে যোগাযোগ করতে চাইলে তারা নানা টাল বাহানা শুরু করে। পরে আজ বৃহস্পতিবার দুপুরে খবর পেয়ে সদর হাসপাতালে এসে দেখি সাথীর মরেদহ পড়ে আছে। ওই সময় তার শ্বশুর বাড়ির কাউকে পাওয়া যায়নি। 

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি