ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

রাজশাহীতে আমবাগান থেকে ভ্যানচালকের লাশ উদ্ধার

রাজশাহী প্রতিনিধি 

প্রকাশিত : ১৯:৩৪, ৮ অক্টোবর ২০২০

রাজশাহীর চারঘাটে ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার ইউসুফপুর গ্রামের একটি আমবাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহতের নাম সাজদার রহমান (৪৫)। তিনি ইউসুফপুর সিপাইপাড়ার আব্দুস সাত্তারের ছেলে।

চারঘাট মডেল থানার ওসি সমিত কুমার কুন্ডু বলেন, বুধবার সন্ধ্যার দিকে সাজদার রহমান বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়ি ফিরেনি। বৃহস্পতিবার সকালে এলাকাবাসী গ্রামের একটি আমবাগানে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। 

ওসি বলেন, নিহতের কানের পাশে একটি আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে আঘাত করে হত্যা করা হয়েছে। তবে কিভাবে মারা গেছে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত করে বলা যাবে। 

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি