ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

ঠাকুরগাঁওয়ে মহিলা ফুটবল খেলোয়াড়দের মাঝে বাইসাইকেল বিতরণ

ঠাকুরগাঁও প্রতিনিধি 

প্রকাশিত : ২২:০০, ৮ অক্টোবর ২০২০

ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার রাঙাটুঙ্গী ইউনাইটেড মহিলা ফুটবল একাডেমির ১০জন মহিলা ফুটবল খেলোয়াড়ের মাঝে একটি করে বাই সাইকেল বিতরণ করেছেন জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম।
 
এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে রাঙ্গাটুঙ্গী একাডেমি মাঠে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসকের সাথে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নুর কুতুবউল আলম, একাডেমির প্রতিষ্ঠাতা-পরিচালক অধ্যক্ষ তাজুল ইসলাম, রানীশংকৈলের দায়ীত্বে থাকা পীরগঞ্জের ইউএনও রেজাউল করিম, রানীশংকৈল সহকারি কমিশনার( ভুমি) প্রীতম সাহা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, আ'লীগ নেতা আব্দুর রশিদ প্রমুখ।
 
এসময় জেলা প্রশাসক ওই একাডেমির উন্নয়নে আরো সহযোগিতার আশ্বাস দেন। 

উল্লেখ্য, রাঙাটুঙ্গী ইউনাইটেড মহিলা ফুটবল একাডেমি জাতীয় পর্যায়ে এবং দেশের বিভিন্ন জেলায় ফুটবল খেলে সুনাম অর্জন ছাড়াও এই একাডেমীর বেশ কয়েকজন মহিলা খেলোয়াড় জাতীয় দলে খেলছে। 

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি