ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

নোয়াখালীতে বিধবাকে অস্ত্রের মুখে ধর্ষণ, গ্রেফতার ১

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ২২:০১, ৮ অক্টোবর ২০২০

গ্রেফতার আরমান হোসেন লালু

গ্রেফতার আরমান হোসেন লালু

নোয়াখালীর কবিরহাটে বিধবা এক নারীকে অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগে আরমান হোসেন লালু (২১) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে তাকে বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়। 

এর আগে বুধবার রাতে অভিযুক্ত যুবককে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নবগ্রাম থেকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত আরমান হোসেন লালু উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের উত্তর জগদানন্দ গ্রামের মনির হোসেনের ছেলে।

মামলার এজহারসূত্রে জানা যায়, বিধবা ওই নারী তার বাড়িতে একা বসবাস করত। গত কয়েক মাস আগে আরমান তার ৩ সহযোগীকে নিয়ে ভিকটিমের বাড়িতে প্রবেশ করে। পরে অস্ত্রের ভয় দেখিয়ে আরমান জোরপূর্বক ওই বিধবাকে ধর্ষণ করলে ভিকটিম এখন ৫ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন।

কবিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা মোহাম্মদ হাসান জানান, গত ৩ অক্টোবর ওই নারীর ভাই বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন। বুধবার রাতে ধানসিঁড়ি ইউনিয়নের নবগ্রাম থেকে ১নং আসামিকে গ্রেফতার করে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করে পুলিশ।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি