ঢাকা, মঙ্গলবার   ২১ জানুয়ারি ২০২৫

গাজীপুরে মাদ্রাসাছাত্রীকে তুলে নিয়ে গণধর্ষণ

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ২২:১৮, ৮ অক্টোবর ২০২০

গাজীপুরের কাশিমপুরে একটি বেসরকারি স্কুলের ভেতরে আটকে রেখে এক মাদ্রাসা ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। নির্যাতনের শিকার ওই ছাত্রীর মা বাদী হয়ে থানায় মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে নওগাঁ থেকে অভিযুক্ত শান্ত ও শাকিলকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা যায়, গত বুধবার দুপুরে গাজীপুরের কাশিমপুরে বান্ধবীদের সঙ্গে বৃষ্টিতে ছোটাছুটির পর বাসায় ফিরছিল ওই মাদ্রাসা ছাত্রী। পথে সম্রাট হোসেন শান্ত ও শাকিল আহম্মেদ নামে দুই যুবক তাকে তুলে নিয়ে একটি স্কুল ঘরে আটকে ধর্ষণের পর পালিয়ে যায়। পরে উদ্ধারের পর পুলিশ ভিকটিমকে পরীক্ষার জন্য নিয়ে আসে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে। এই ঘটনায় স্তব্ধ মেয়েটির বাবা বিচার চান। 

এদিকে, হাসপাতালের ফরেনসিক বিভাগের চিকিৎসক মাজহারুল হক ধর্ষণের প্রাথমিক আলামত পাওয়ার কথা স্বীকার করেছেন।

এ ঘটনায় অভিযান চালিয়ে আজ বৃহস্পতিবার দুপুরে নওগাঁ থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ। জিএমপি ডিসি ক্রাইম (উত্তর) মোহাম্মদ শরীফুল রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি