ঢাকা, শুক্রবার   ০৮ নভেম্বর ২০২৪

সাভারে ব্যাটারি কারখানায় আগুন

সাভার (ঢাকা) প্রতিনিধি 

প্রকাশিত : ১০:০১, ৯ অক্টোবর ২০২০

সাভারে একটি ব্যাটারি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে বিরুলিয়া ইউনিয়নের আকরান এলাকার অটবির ফার্নিচার কারখানার বাউন্ডারির ভিতরে ভাড়া দেওয়া টংলি পাওয়ার লিমিটেড নামক চায়না মালিকানাধীন ব্যাটারি কারখানায় এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে কারখানার ভেতরে এসিড ও দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ হতে হয় ফায়ার সার্ভিসকে।

আশুলিয়ার ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন লাগার খবর পেয়ে প্রথমে দুটি ইউনিট নিয়ন্ত্রণের চেষ্টা করে। কিন্তু কারখানার ভিতরে এসিড ও দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত বড় কারখানায় ছড়িয়ে পড়ে। ফলে কিছুটা বেগ পেতে হয়। পরে সাভার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এবং ফায়ার সদর দপ্তর থেকে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপণের কাজে যোগ দেয়। এক পর্যায়ে ৬টি ইউনিটের টানা সাড়ে তিন ঘণ্টা চেষ্টার পরে রাত ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এরপর শুরু হয় ডাম্পিংয়ের কাজ।

অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির বিষয় জানতে চাইলে তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানান তিনি।

এআই//এমবি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি