ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

স্ত্রীকে হত্যার পর লাশ গুমের চেষ্টা, কনস্টেবল আটক

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১০:৫৭, ৯ অক্টোবর ২০২০ | আপডেট: ১০:৫৮, ৯ অক্টোবর ২০২০

কনস্টেবল সাদ্দাম হোসেন

কনস্টেবল সাদ্দাম হোসেন

বাগেরহাটের শরণখোলায় স্ত্রী জোৎসনাকে (৩৫) কে শ্বাসরোধ করে হত্যার পর লাশ গুমের চেষ্টার অভিযোগে সাদ্দাম হোসেন নামে পুলিশের এক কনস্টেবলকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার রাত (৮ অক্টোবর) ১১টার দিকে পুলিশ জোৎসনার মরদেহ উদ্ধার এবং স্বামী সাদ্দামকে আটক করে। জোৎসনা সাদ্দামের দ্বিতীয় স্ত্রী।

সাদ্দাম সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়ধাল গ্রামের আব্দুল লতিফ গাজীর ছেলে। কনস্টেবল সাদ্দাম হোসেন শরণখোলা উপজেলার তাফালবাড়ী পুলিশ ফাঁড়িতে কর্মরত আছেন। ওই এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন তারা। 

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, ‘গত বুধবার (৭ অক্টোবর) রাতের কোনো এক সময় সাদ্দাম হোসেন তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে জবাই করে পলিথিনে মুড়িয়ে বস্তাবন্দি করে লাশ পরিত্যক্ত ঘরে লুকিয়ে রাখে। গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে।’

এ ঘটনায় জড়িত স্বামী পুলিশ সদস্য সাদ্দামকে হেফাজতে নেয়া হয়েছে বলে জানান তিনি। 

এআই//এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি