ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

শাহজাদপুরে অজ্ঞাত ব্যক্তির গলিত লাশ উদ্ধার 

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫৮, ৯ অক্টোবর ২০২০

সিরাজগঞ্জের শাহজাদপুরে অজ্ঞাত এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার ভোররাতে উপজেলার বুড়ি পোতাজিয়ার বড়াল নদী থেকে ভাসমান লাশটি উদ্ধার করা হয়। 

শাহজাদপুর থানার ওসি (তদন্ত ) ফজলে আশিক জানান, ‘বুড়ি পোতাজিয়ার চড়াচিথুলিয়া রিং বাঁধের উত্তরে বড়াল নদীতে লাশটি ভাসতে দেখে এলাকাবাসী খবর দেয়। পরে তা উদ্ধার করা হয়।’

তিনি জানান, ‘লাশের পরনে একটি থ্রি-কোয়ার্টার প্যান্ট ছিল। লাশ পঁচে যাওয়ায় নাম পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।’

দুপুরে ময়নাতদন্তের জন্য লাশটি সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। 

এআই//এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি