ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

দাগনভূঞায় ডোবায় মিলল গৃহবধূর লাশ 

ফেনী প্রতিনিধি

প্রকাশিত : ১৬:১০, ৯ অক্টোবর ২০২০

Ekushey Television Ltd.

ফেনীর দাগনভূঞায় বাড়ির পাশের ডোবা থেকে শাহনাজ ডলি (৪৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে পৌরসভার ৪নং ওয়ার্ডের জগতপুর আব্দুল পাটোয়ারীর নতুন বাড়ির একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত ডলি ওই বাড়ির বেলাল হোসেনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার থেকে নিখোঁজ ছিলেন শাহনাজ। বৃহস্পতিবার দুপুরে ওই বাড়ির পাশের একটি ডোবায় তার লাশ ভাসতে দেখে বাড়ির লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। 

দাগনভূঞা থানার উপ-পরিদর্শক মনোয়ার হোসেন জানান, ‘শাহনাজ মৃগী রোগে আক্রান্ত ছিলেন। ধারণা করা হচ্ছে মৃগী রোগে আক্রান্ত হয়ে পানিতে পড়ে মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তে প্রকৃত কারণ জানা যাবে।’

এআই//এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি