ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদে কালিয়ায় মানববন্ধন

নড়াইল প্রতিনিধি 

প্রকাশিত : ১৬:১৬, ৯ অক্টোবর ২০২০

দেশের বিভিন্ন স্থানে অব্যাহত ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নড়াইলের কালিয়ায় পল্লীসমাজের উদ্যোগে মানববন্ধন হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার তিনটি এলাকায় এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে কালিয়া ছাড়াও মাধবপাশা, বিষ্ণুপুর, বাবুপুর, ভোমবাগ, সীতারামপুর, মচন্ধপুর, পেড়লী এবং তেরখাদা উপজেলার জয়সেনা পল্লীসমাজের সদস্যরা অংশগ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির মাঠ সংগঠক লিপি বিশ্বাস, মিঠুয়ার রহমান, সমাজসেবিকা ডালিয়া বেগম, নাজমা বেগম, রোকসানা, শুকরিয়া, সাহিদা, সালমা, পরিনা, আলেয়া, যুথি, উন্নতি রানী, বীনা রানীসহ অনেকে।

বক্তারা দেশব্যাপী ধর্ষণ ও নারী নিপীড়নসহ মানবাধিকার লঙ্ঘনজনিত ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এআই//এমবি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি